589

04/04/2025 মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়কে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়কে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

নিউজ ডেস্ক

৭ নভেম্বর ২০২৪ ১৭:০৬

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

এক বিবৃতিতে ড. ইউনূস বলেন, “বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এই বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার পুনরায় নির্বাচিত হওয়া মার্কিন জনগণের আস্থার প্রতিফলন, যা আপনার নেতৃত্ব ও ভবিষ্যতের প্রতি তাদের দৃঢ় বিশ্বাসকেই প্রকাশ করে।”

বার্তায় ড. ইউনূস আশা প্রকাশ করেন যে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বৈশ্বিক উন্নয়নের পথে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং তার দূরদর্শিতা বিশ্বজুড়ে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “আমাদের দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা রয়েছে, তা আগামীতে আরও জোরদার হবে। ট্রাম্পের আগের মেয়াদে এই সম্পর্ক ক্রমশ গভীর ও বিস্তৃত হয়েছে, যা পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।”

ড. ইউনূস আরও উল্লেখ করেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে একযোগে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, “বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে যৌথ উদ্যোগে কাজ করার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। এটি পারস্পরিক অংশীদারিত্বের ওপর ভিত্তি করে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবদান রাখবে।”

অধ্যাপক ইউনূসের এই শুভেচ্ছা বার্তায় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশের আন্তরিকতা এবং বিশ্বজুড়ে নতুন সম্ভাবনা অন্বেষণে বাংলাদেশের অঙ্গীকার।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]