577

04/04/2025 এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা, সামান্য কমলো মূল্য

এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা, সামান্য কমলো মূল্য

নিউজ ডেস্ক

৫ নভেম্বর ২০২৪ ১৭:২০

 

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের মূল্য সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজির বোতলজাত এলপিজির দাম ১ টাকা কমিয়ে ভোক্তা পর্যায়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, এ মূল্য নির্ধারণ নভেম্বর মাসের জন্য প্রযোজ্য এবং সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এছাড়া, অটোগ্যাসের মূল্যও সামান্য হ্রাস পেয়ে মূসকসহ প্রতি লিটার ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত মাসের তুলনায় এবার মূল্য কমানো হলেও সাম্প্রতিক কয়েক মাসে এলপিজির দাম ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে আসছিল। উল্লেখ্য, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এলপিজির মূল্য বেশ কয়েকবার বেড়েছে। এলপিজির এই দাম সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক বাজার মূল্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়।


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]