554

04/04/2025 ঘরের মাঠে লজ্জার হোয়াইটওয়াশ বাংলাদেশ

ঘরের মাঠে লজ্জার হোয়াইটওয়াশ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

৩১ অক্টোবর ২০২৪ ১৮:৪২

 

চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে টিকে থাকতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০০ রানের আগেই থেমে যায় তাদের যাত্রা, ১৪৩ রানে অলআউট হয় শান্তর দল। এর ফলে প্রোটিয়াদের কাছে এক ইনিংস ও ২৭৩ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে বাংলাদেশ, এবং ঘরের মাঠে হোয়াইটওয়াশের অপমানজনক অভিজ্ঞতা হলো।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা কোনো জবাব দিতে না পেরে একের পর এক উইকেট হারায়। টপ অর্ডারে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় তেমন কিছু করতে পারেননি। বরং, তাদের অপরিকল্পিত শট খেলার প্রবণতা পুরো ইনিংস জুড়েই লক্ষ করা গেছে।

দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও অভিজ্ঞ মুশফিকুর রহিমও রানের খাতা খোলার আগেই ফিরে যান। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করেন এবং ৩৫ রান করেন, যা ইনিংসের সর্বোচ্চ রান ছিল। শেষ দিকে, হাসান মাহমুদ অপরাজিত ৩৮ রান যোগ করে হারের ব্যবধান কিছুটা কমালেও দলের লজ্জা ঢাকতে পারেননি।

এর আগে, দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৫৭৭ রানে, যার জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায়। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জয়লাভ করে এবং বাংলাদেশকে হোয়াইটওয়াশের মুখোমুখি করে।

এই ব্যর্থতা বাংলাদেশ দলের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এবং তাদের টেস্ট ক্রিকেটে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেল।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]