542

04/04/2025 "বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতির স্থান নেই": ড. মুহাম্মদ ইউনূস

"বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতির স্থান নেই": ড. মুহাম্মদ ইউনূস

নিউজ ডেস্ক

৩০ অক্টোবর ২০২৪ ১৪:৩৩

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট রাজনীতির কোনো স্থান নেই।" তার মতে, ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদের বৈশিষ্ট্য প্রদর্শন করেছে, যা নিকট ভবিষ্যতে তাদের জন্য নেতিবাচক ফলাফল বয়ে আনতে পারে।

ড. ইউনূস বলেন, "আওয়ামী লীগ তাদের শাসনামলে জনগণের স্বাধীনতাকে সীমাবদ্ধ করেছে এবং রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। তারা নিজেদের স্বার্থেই দেশের প্রতিটি ক্ষেত্র নিয়ন্ত্রণ করেছে।" এ সময়ে তিনি স্পষ্ট করেন যে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্তর্জাতিক পরিসরে বিচার হলে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে তাকে ফিরিয়ে আনতে বন্দিবিনিময় চুক্তির আওতায় কার্যকর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে উল্লেখ করেন তিনি। ভারত সরকারকে আরও সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, প্রতিবেশী হওয়ায় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ।

 

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]