11/12/2024 হাইকোর্টে বাতিল খালেদা জিয়ার ১১ মামলা
নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪ ১৪:২৬
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত সরকারের আমলে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও নাশকতার অভিযোগসহ ১১টি মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় প্রদান করেন।
শুনানিতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, এবং এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
রায়ের পর এডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, “এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং হয়রানিমূলক। এগুলো আইন অনুসরণ না করেই দায়ের করা হয়েছে, যা আদালতে প্রমাণ হয়েছে।” তিনি উল্লেখ করেন, খালেদা জিয়াকে নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে এসব মামলা করা হয়।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "ফ্যাসিস্ট সরকারের পতনের পর আদালতে অবশেষে ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা আগের মতো পাওয়া যায়নি।"