535

04/04/2025 আওয়ামী লীগসহ, মোট১১ রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধের রিট প্রত্যাহার

আওয়ামী লীগসহ, মোট১১ রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধের রিট প্রত্যাহার

নিউজ ডেস্ক

২৯ অক্টোবর ২০২৪ ১৬:০১

আওয়ামী লীগসহ মোট ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটটি আর চালানো হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। একইসঙ্গে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বেআইনি ঘোষণা চেয়ে আনা রিটটিও প্রত্যাহার করা হয়েছে।

রিটকারীদের আইনজীবী আহসানুল করিম জানিয়েছেন, রিটকারীরা তাদের আবেদন চালিয়ে যেতে চান না। আদালতের অনুমোদন সাপেক্ষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৯ অক্টোবর) এই মামলা দুটিকে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

এর আগে, আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত এবং বিগত তিনটি জাতীয় নির্বাচনের বৈধতা নিয়ে রিট করা হয়েছিল। রিটে বলা হয়েছিল, এই দলগুলোকে ভবিষ্যতে নির্বাচন থেকে বিরত রাখা হোক এবং এই তিন নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সব সুবিধা ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হোক। এছাড়াও, নির্বাচিত সংসদ সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের কথাও উল্লেখ ছিল।

উল্লেখিত রাজনৈতিক দলগুলো হলো: আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, বিকল্পধারা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল), এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]