528

04/03/2025 শৃঙ্খলা ফেরাতে সন্ত্রাস ও অপরাধ দমনে আইজিপির কঠোর নির্দেশ

শৃঙ্খলা ফেরাতে সন্ত্রাস ও অপরাধ দমনে আইজিপির কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৪ ২২:০১

 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং ট্রাফিক নিয়ন্ত্রণসহ নানা অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ সোমবার এক বিশেষ বার্তায় তিনি পুলিশের সকল ইউনিট প্রধানদের অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।

পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ‘কম্বিং অপারেশন’ পরিচালিত হচ্ছে। স্থায়ী চেকপোস্টের পাশাপাশি নতুন অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহলের পাশাপাশি মোবাইল ও মোটরসাইকেল টিমও বাড়ানো হয়েছে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৫০টি স্থায়ী ও মোবাইল চেকপোস্ট, ৩০০টি মোটরসাইকেল টিম এবং ২৫০টি টহল টিম সক্রিয় রয়েছে।

এই অভিযানে ছাত্র-জনতার ওপর হামলাকারী, গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামি এবং রাজনৈতিক ছত্রছায়ায় অপকর্মে জড়িত অপরাধীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানের আওতায় ইতোমধ্যেই ২০০ জন ছিনতাইকারী ও চাঁদাবাজ, ১৬ জন তালিকাভুক্ত সন্ত্রাসী, ১ হাজার ১৪০ জন বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং মাদক সংক্রান্ত ঘটনায় ১ হাজার ১৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৫৫ জন অবৈধ অস্ত্রধারীও আটক করা হয়েছে।

আইজিপি আরও জানান, অপরাধ দমনে দেশের সব ইউনিটকে সম্পূর্ণ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]