519

04/04/2025 আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে হাসনাত-সারজিসের হাইকোর্টে রিট

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে হাসনাত-সারজিসের হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক

২৮ অক্টোবর ২০২৪ ১৪:১৮

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সম্প্রতি রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হাইকোর্টে একটি রিট দাখিল করেছেন। সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টে এই রিটটি জমা দেওয়া হয়।

জানা গেছে, এই রিটের শুনানি একটি দ্বৈত বেঞ্চে অনুষ্ঠিত হবে। রিটে দাবি জানানো হয়েছে, আওয়ামী লীগ যাতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে উচ্চ আদালতের নির্দেশ দেওয়া হয়। এর আগে, ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল।

গত ১৯ অক্টোবর এক অনুষ্ঠানে হাসনাত বলেন, "যেভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, তাতে তাদের আর মানবিক মূল্যবোধ নিয়ে রাজনীতি করার অধিকার নেই। ইতিহাসে আমরা দেখেছি জার্মানিতে নাৎসি বাহিনী ও ইতালিতে ফ্যাসিবাদী সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে, আইনগতভাবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ-যুবলীগের মতো সংগঠনগুলোকে নিষিদ্ধ করে দেশের মাটি থেকে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে।”

এই রিটের মাধ্যমে হাসনাত-সারজিস জনগণের প্রতি আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে বিচারপ্রার্থনা করেছেন।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]