511

04/04/2025 আমরা রক্ত মারিয়ে সংলাপ কিংবা সমঝোতায় যাওয়ার মতো ধৃষ্টতা আগে দেখাইনি, ভবিষ্যতেও দেখাবো না: ক্রীড়া উপদেষ্টা

আমরা রক্ত মারিয়ে সংলাপ কিংবা সমঝোতায় যাওয়ার মতো ধৃষ্টতা আগে দেখাইনি, ভবিষ্যতেও দেখাবো না: ক্রীড়া উপদেষ্টা

নিউজ ডেস্ক

২৬ অক্টোবর ২০২৪ ১৯:৩৬

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনে এবং ফ্যাসিবাদের সর্বশেষ আইকনকে সরানোর ক্ষেত্রে দেশের প্রমিনেন্ট রাজনৈতিক দলের কোনো সহায়তা পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ অভিযোগ করেন যে, প্রমিনেন্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতি তোষণ করছে। তিনি বলেন, “৮ দিবস বাতিল বা ছাত্রলীগ নিষিদ্ধ করার মতো রাজনৈতিক সিদ্ধান্তও এই উপদেষ্টা পরিষদ অকপটে নিয়েছে, অথচ অনেকেই তাঁদের অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না বলে অভিহিত করেছেন।”

আসিফ জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো আপস হবে না। তিনি বলেন, “আমরা রক্ত মারিয়ে সংলাপ কিংবা সমঝোতায় যাওয়ার মতো ধৃষ্টতা আগে দেখাইনি, ভবিষ্যতেও দেখাবো না। যদি আপসকামী মনোভাব রাখি, তবে আজকের বাংলাদেশ পেতাম না।”

জাতীয় অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে প্রমিনেন্ট দলের সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে আসিফ বলেন, “৫ আগস্ট প্রথম প্রহরে অভ্যুত্থানের পর ৫টি পয়েন্টের রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল। সেখানে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের ঘোষণা ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে প্রমিনেন্ট দলের সায় না পাওয়ায় সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি।”

আসিফের এই মন্তব্যগুলো দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যুক্ত করেছে এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]