509

04/04/2025 ভাসানীকে বাদ দিয়ে ইতিহাস রচনা সম্ভব নয়: নজরুল ইসলাম খান

ভাসানীকে বাদ দিয়ে ইতিহাস রচনা সম্ভব নয়: নজরুল ইসলাম খান

নিউজ ডেস্ক

২৬ অক্টোবর ২০২৪ ১৯:১৪

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পাঠ্যপুস্তক থেকে মওলানা ভাসানীকে বাদ দিলে তাঁর ইতিহাস মুছে যাবে না। তিনি বলেছেন, "মওলানা ভাসানী আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা।"

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, "ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে অন্যায় হয়েছে, তার নিন্দা জানাতে ভাষা জানা নেই। ইতিহাসে বিভ্রান্তি সৃষ্টি করে কাউকে খাটো করা যায় না; ইতিহাস তার নিজ গতিতে চলে।"

নজরুল ইসলাম খান মওলানা ভাসানীর মানবতাবাদী কর্মের মাধ্যমে ইতিহাসে অমূল্য স্থান করে নেওয়ার কথা উল্লেখ করে বলেন, "তাঁকে সম্মান জানালে আমরা জাতি হিসেবে গর্বিত হবো।"

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, মওলানা ভাসানী আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মিশে আছেন এবং তিনি চিরকাল মেহনতি মানুষের অন্তরে অম্লান থাকবেন। তারা সরকারের কাছে ২০২৫ সালের নতুন পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী।

বক্তারা আরও বলেন, "ইতিহাস থেকে কাউকে মুছে ফেলা যাবে না। মুক্তিকামী মানুষ হিসেবে আমরা ভাসানীর জীবন ও কর্মের গুরুত্ব তুলে ধরবো।"

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]