04/04/2025 ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, কর্মকাণ্ড চালালে ব্যবস্থা: আইজিপি
নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪ ১৮:৪৮
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে ছাত্রলীগের রাজনৈতিক অধিকার নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ছাত্রলীগের কোনো রাজনৈতিক অধিকার নেই, তাদের কোথাও মিছিল করার চেষ্টা করা হলে অন্যান্য নিষিদ্ধ সংগঠনের মতোই ব্যবস্থা নেওয়া হবে।"
আইজিপি আরও বলেন, বিগত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শক্তি বৈধ অস্ত্রকে অবৈধভাবে ব্যবহার করেছে এবং সেই অস্ত্র নিরীহ জনগণের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। নতুন অস্ত্র নীতিমালা প্রণয়নের পরিকল্পনা চলছে, যাতে কোনো শক্তি জনগণের নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেলতে না পারে। তিনি পুলিশের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার এবং চলমান সংকট নিরসনে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
এর আগে সকালে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সঙ্গে দেখা করেন আইজিপি ময়নুল ইসলাম। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।