496

04/11/2025 আফ্রিকার বিপক্ষে মিরাজের লড়াই ম্লান, মিরপুর টেস্টে ৭ উইকেটের পরাজয় বাংলাদেশের

আফ্রিকার বিপক্ষে মিরাজের লড়াই ম্লান, মিরপুর টেস্টে ৭ উইকেটের পরাজয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

২৫ অক্টোবর ২০২৪ ০১:০৭

 

মিরপুরের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা নতুন বল হাতে নেয়, এবং মাত্র ৫ ওভারের মধ্যেই টাইগাররা অলআউট হয়ে যায়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের সকালে কাগিসো রাবাদার তৃতীয় বলে আউট হন নাঈম হাসান, যা বাংলাদেশের জন্য বড় ধাক্কা ছিল। বাংলাদেশ তাদের অষ্টম উইকেট হারায় ২৮৪ রানে।

এরপর মিরাজের ব্যাটিংয়ে বাংলাদেশ তিন অঙ্কের লিড নিতে সক্ষম হয়। তিনি সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ৯৭ রানে আউট হয়ে যান। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩০৭ রানে, ফলে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য দিতে হয়।

দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন, ৬ উইকেট তুলে নেন। চতুর্থ দিনে বাংলাদেশি ইনিংসে পতিত তিনটি উইকেটের মধ্যে দুইটি নেন রাবাদা এবং একটি উইকেট নেন ভিয়ান মুলডার। কেশব মহারাজও তিন উইকেট নিয়ে দলকে সহায়তা করেন।

১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। টাইগারদের বোলারদের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়তে পারেনি। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম, কিন্তু প্রোটিয়াদের হয়ে ওপেনার টনি ডি জর্জি সর্বোচ্চ ৪২ রান করেন।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]