401

10/09/2024 জাপানে ২৭ অক্টোবর সম্ভাব্য মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত

জাপানে ২৭ অক্টোবর সম্ভাব্য মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত

সংবাদ প্রতিদিন

৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

 : জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা অক্টোবরের শেষের দিকে আগাম সাধারণ নির্বাচন আহ্বানের পরিকল্পনা করছেন, সোমবার গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৬৭ বছর বয়সী ইশিবা শুক্রবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হয়েছেন এবং মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে, দেশটির চারটি প্রধান জাতীয় দৈনিক এবং অন্যান্য মিডিয়া কোনো সূত্রের উদ্ধৃতি ছাড়াই জানিয়েছে, ইশিবা আগামী ২৭ অক্টোবর সাধারণ নির্বাচন সামনে রেখে আগামী ৯ অক্টোবর সংসদ ভেঙে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করছেন।

শুক্রবার, ইশিবা বলেন, তিনি তার ম্যান্ডেটকে শক্তিশালী করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি মধ্যবর্তী নির্বাচন  চান। তবে কখন তা অনুষ্ঠিত হবে তা জানাতে অস্বীকার করেন।

সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইশিবা লিবারেল ডিমোক্র্যাটিক পার্টি এলডিপির নেতা ফুমিও কিশিদার স্থলাভিশিক্ত হয়েছেন। দলটি প্রায় কয়েক দশক ধরে নিরবচ্ছিন্নভাবে জাপান শাসন করেছে।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]