391

02/08/2025 লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ড: গ্রেপ্তার আরও দুই মূলহোতা

লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ড: গ্রেপ্তার আরও দুই মূলহোতা

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৪

 

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চকরিয়ার কাহারিয়া-ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে যৌথবাহিনী।

জানা গেছে, গ্রেফতারকৃত নাছির ও তার সহযোগী এনাম সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের মূল হত্যাকারী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি দেশিয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করলো আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, গত সোমবার রাতে ডুলাহাজারার মাইজপাড়া এলাকায় অভিযান চলাকালে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]