3902

03/24/2023 ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

এম.এ রনি, কাঠমান্ডু (নেপাল) থেকে

১৭ সেপ্টেম্বর ২০২২ ০০:১৯

 

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নেপাল ১-০ গোলে ভারতকে হারায়। ১৯ সেপ্টেম্বর নেপাল ও বাংলাদেশ শিরোপার লড়াইয়ে নামবে।

২০১০ সালে শুরু হওয়া সাফ নারী চ্যাম্পিয়নশিপের এটি ষষ্ঠ আসর। গত পাঁচ আসরেই চ্যাম্পিয়ন ছিল ভারত। এবারই প্রথম ভারতবিহীন ফাইনাল হবে। ফলে সাফ নারী ফুটবল এবার নতুন চ্যাম্পিয়ন পাবে।

 

সাফ নারী চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনালই ছিল আজ। বৃষ্টিস্নাত মাঠে পরপর দুই ম্যাচ হওয়ায় দ্বিতীয় ম্যাচটি অতিরিক্ত কাদার মধ্যেই হয়েছে। সেই ম্যাচে নেপাল প্রথমার্ধে জয়সূচক গোলটি করে। প্রথমার্ধের ইনজুরি সময় নেপালের রাজমিত বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শটে বল জালে জড়ান।

 

ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারত সমতা আনার সব চেষ্টাই করেছে। নেপালের রক্ষণভাগের সঙ্গে পেরে উঠেনি গত পাঁচ আসরের চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষ হওয়ার পরপর দশরথ স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে স্বাগতিকরা নিজেদের মাটিতে ফাইনাল খেলার আনন্দে।

 

প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ভূটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল। দ্বিতীয় সেমিফাইনালটি অবশ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ভারত আগের ম্যাচের বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতে না পারলেও আজ যথেষ্ট লড়াই করলেও স্বাগতিকদের হারাতে পাারেনি।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: sangbadprotidinnews24@gmail.com