04/11/2025 ইসরায়েলের হামলার পর লেবাননে সব ফুটবল ম্যাচ স্থগিত
ক্রীড়া ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৬
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যস্থলগুলোতে ইসরায়েলের হামলার প্রভাব পড়েছে দেশটির ফুটবলে। লেবানন ফুটবল অ্যাসোসিয়েশন (এলএফএ) তাদের সকল টুর্নামেন্টের ম্যাচগুলো স্থগিত করেছে।
লেবাননজুড়ে সোমবার ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ৫৫৮ জন নিহত ও ১ হাজার ৮৩৫ জন আহত হওয়ার তথ্য জানায় লেবাননের কর্তৃপক্ষ। জবাবে মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সামরিক স্থাপনাগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এলএফএ মঙ্গলবার বিবৃতি দিয়ে দেশে সকল ফুটবল ম্যাচ স্থগিত করার কথা জানায়।
লেবানন প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ আসর শুরু হয় গত সপ্তাহে। লেবানন জাতীয় দল গত বছর থেকে নিজ দেশে কোনো ম্যাচ খেলেনি। এই সময়ে বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচগুলো তারা আয়োজন করেছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে।
ফিলিস্তিন তাদের সাম্প্রতিক হোম ম্যাচগুলো আয়োজন করেছে কুয়েত ও কাতারে। ইসরায়েল উয়েফা নেশন্স লিগের হোম ম্যাচ খেলেছে হাঙ্গেরিতে।