247

04/11/2025 ইনজুরির জন্য দ্বিতীয় টেস্টে খেলছেন না শরিফুল

ইনজুরির জন্য দ্বিতীয় টেস্টে খেলছেন না শরিফুল

ক্রীড়া ডেস্ক

৩১ আগস্ট ২০২৪ ১৮:৩১

কুঁচকির ইনজুরির কারনে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। প্রথম ম্যাচের পরে কুঁচকিতে অস্বস্তিবোধ করেন শরিফুল। পরবর্তীতে পরীক্ষা-নিরিক্ষায় তার ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, ‘প্রথম টেস্টের পর এমআরআই করানো হয় শরিফুলের। রিপোর্টে বাঁ-দিকে গ্রেড-১ এর স্ট্রেইন ইনজুরি ধরা পড়ে। এ ধরনের ইনজুরি থেকে সুস্থ হতে প্রায় ১০ দিন সময় লাগে এবং ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন শরিফুল।’

প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পাওয়া একাদশের কম্বিনেশন ভাঙতে বাধ্য হওয়ায় শরিফুলের জায়গায় বাংলাদেশে হয়ে মাঠে নামার সুযোগ পান আরেক পেসার তাসকিন আহমেদ। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে জয় বা ড্র করলেই সিরিজ জিতবে টাইগাররা।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]