209

04/11/2025 ভারতকে বিদায় করে বাংলাদেশ ফাইনালে

ভারতকে বিদায় করে বাংলাদেশ ফাইনালে

ক্রীড়া ডেস্ক

২৭ আগস্ট ২০২৪ ১৬:৫০

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ভারতকে।

ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে গেলেও পরে ভারত সমতা ফেরায়। নির্ধারিত সময়ে ১-১ ড্র থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ৩৫ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৭৫ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনে ভারত।

তারপর দুই দলই ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও পারেনি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

রুদ্ধশ্বাস সে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে মারুফুল হকের দল। ফাইনালে বাংলাদেশ খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]