04/11/2025 নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে এখোনো আশাবাদী: ক্রীড়া উপদেষ্টা
ক্রীড়া ডেস্ক
১৮ আগস্ট ২০২৪ ১৫:০৩
আজ রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা, সমাধান এবং নতুন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসি মাহমুদ সজীব ভূঁইয়া।বিভিন্ন তার সরকারের নেওয়া বিভিন্ন নতুন বাস্তবামূখী কিছু পরিকল্পনা ও বর্তমান পেক্ষাপটে ক্রীড়াঙ্গনের অস্থিরতা নিয়ে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে থাকেন।
বাংলাদেশে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ৩ অক্টোবর। সময় এগিয়ে আসছে। ২০ আগস্টের মধ্যে আইসিসিকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের চূড়ান্ত প্রস্তুতির বিষয়ে। কিন্তু বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দিয়ে রেখেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত। ফলে বাংলাদেশে আদৌ টি–টোয়েন্টি বিশ্বকাপ হবে কি না, তা নিয়ে একটা অনিশ্চিয়তা তৈরি হয়েছে।
টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নতুন সরকারের জন্য বড় এক চ্যালেঞ্জ। বাংলাদেশ কি পারবে এই চ্যালেঞ্জ পার করতে? অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে টি–টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের ব্যাপারে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো মাইলফলক হবে। যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল পার করছে, একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সবকিছু বিবেচনায় এটা শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; রাষ্ট্রীয় বিষয়।’
উপদেষ্টা এর সঙ্গে যোগ করেন, ‘ড. মুহাম্মদ ইউনূস স্যার আছেন, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, সবার সঙ্গে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নেব। এ ব্যাপারে আইসিসির সঙ্গে আমাদের আলোচনা চলমান আছে। আশা করি, দ্রুতই এ বিষয়ে একটা সিদ্ধান্ত জানাতে পারব।’