154

04/11/2025 অস্ট্রেলিয়ার পার্থ স্কর্চার্সের বিপক্ষে বাংলাদেশ এইচপির নাটকীয় জয়

অস্ট্রেলিয়ার পার্থ স্কর্চার্সের বিপক্ষে বাংলাদেশ এইচপির নাটকীয় জয়

ক্রীড়া ডেস্ক

১৭ আগস্ট ২০২৪ ১৬:২৫

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার পেশাদার ফ্রাঞ্চাইজি পার্থ স্কর্চার্সকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। পার্থ স্কোরচার্সের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়ায় শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বির তাণ্ডবে ৩ বল আর সমান উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৯ রান করে পার্থ স্কর্চার্স। ফিফটি হাঁকান ওপেনার তেগ উইলি। আবু হায়দার রনির বলে রাকিবুল হাসানের হাতে ক্যাচ হওয়ার আগে ৫৬ বলে ৫৬ রান করেন তিনি।

বেক্সাটার হল্ট করেন ২৬ বলে ৩৪ রান। তাকে বোল্ড করেন রিপন মণ্ডল। শেষ দিকে ১৩ বলে ১৭ রান করে পার্থ স্কর্চার্সের স্কোর ১২৯ রানে পৌঁছে দেন কিটন ক্রিটশেল। ২টি করে উইকেট নেন রিপন মণ্ডল ও রাকিবুল হাসান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমের (৫ বলে ১) উইকেট হারায় বাংলাদেশ। ৯ বল খেললেও কোনো রান করতে পারেননি পারভেজ হোসেন ইমন। ৫ বলে ২ রান করে উইকেট বিলিয়ে দেন আরিফুল ইসলাম। অর্থাৎ ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন ওপেনার জিশান আলম ও অধিনায়ক আকবর আলী। ২৬ বলে ২৬ রানের মাথায় অপ্রত্যাশিত রানআউটের শিকার হন জিশান। আকবর আলী ফেরেন ৩৩ বলে ৩৫ রান করে। ১৭ বলে ১৬ রান করে দলকে সামনে এগিয়ে দেন শামীম হোসেন।

এরপর জাদুকরী ব্যাটিং করে দল জেতানোয় বড় অবদান রাখেন মাহফুজুর রহমান। ১৩ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। দুই বাউন্ডারির সঙ্গে হাঁকান দুটি ছক্কা। এতে ৩ উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

 


যোগাযোগ: ৪৪৬ (৪র্থ তলা), নয়াপাড়া, ধনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬
মোবাইল:
ইমেইল: [email protected]