প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪ ১৮:১৯; আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৭

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৈঠকে জেনারেল ওয়াকার-উজ-জামান তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
জানা গেছে, জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কানাডায় যান এবং শুক্রবার দেশে ফিরে আসেন। এই সফরে তিনি বিভিন্ন সামরিক ও কৌশলগত বিষয়ে বৈঠকে অংশ নেন, যা দুই দেশের সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: