আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত: শফিক রেহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪ ১৪:১৭; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২৩:৫৫

প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমান বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এবং তারা যেন ভবিষ্যতে আর কখনো রাজনীতির ময়দানে ফিরতে না পারে। শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত "জেন-জি: গণ-আন্দোলন বিষয়ক প্রদর্শনী ও বক্তৃতা" অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
শফিক রেহমান বলেন, "দেশের বর্তমান পরিস্থিতি এখনও আশানুরূপ উন্নতি লাভ করেনি।" তিনি দেশের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে একটি বিশেষ মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেন। তার মতে, দেশের উপদেষ্টা পরিষদে নতুন নেতৃত্ব ও চিন্তাধারা আনতে সংস্কার প্রয়োজন।
গণআন্দোলন প্রসঙ্গে শফিক রেহমান বলেন, "বৈষম্য দূর করতে শিক্ষার্থী ও শ্রমজীবীরা আত্মত্যাগ করেছেন।" তিনি শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
এছাড়া, শফিক রেহমান জোর দিয়ে বলেন, শেখ হাসিনার শাসনামলের হত্যাকাণ্ডের কার্যক্রমকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা প্রয়োজন। আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় ফেরার প্রসঙ্গে তিনি বলেন, "এই আলোচনা একেবারেই ভিত্তিহীন, ভবিষ্যতে এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই।"
আপনার মূল্যবান মতামত দিন: