ঢাকা শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

প্রশাসনে সহযোগিতা না পেলে, চাকুরিচ্যুত করে নতুন নিয়োগ দেয়া হবে: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪ ২১:৫৭; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০০:০৬

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সিন্ডিকেট করে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধিকারীরা না শোধরালে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার করা হবে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে সভায় তিনি এ কথা বলেন। এসময় উপদেষ্টা আসিফ আরও বলেন, জনদুর্ভোগ কমাতে সরকারি বিভিন্ন দফতরে কর্মরত অনেক কর্মকর্তাদের মধ্যে এখনো সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। 

আসিফ অভিযোগ করেন, সরকার পরিচালনায় প্রশাসনের অনেক জায়গায় সহযোগিতা মিলছে না। তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে জনগণের দুর্ভোগ কমাতে কঠোর অবস্থানে যাবে সরকার। চাকুরিচ্যুত করে নতুন নিয়োগ দেয়া হবে বলেও হুঁশিয়ার দেন তিনি। 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top