ঢাকা শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ জুন ২০২২ ২০:৪৪; আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১৭:৫৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নির্মল রঞ্জন গুহ ছিলেন জাতির পিতার আদর্শের একজন পরীক্ষিত কর্মী এবং দলের জন্য নিবেদিতপ্রাণ।’ ে


শেখ হাসিনা বলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তৃণমূল পর্যায় পর্যন্ত তিনি দলকে সুসংগঠিত করেন এবং দলীয় নেতা-কর্মীদের মন জয় করতে সক্ষম হন। প্রধানমন্ত্রী প্রয়াত গুহ’র আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


উল্লেখ্য, নির্মল গুহ আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছির ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top