ঢাকা রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পাকিস্তানের অভিনন্দন বার্তা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৬ মার্চ ২০২১ ০২:০১; আপডেট: ২৮ মে ২০২৩ ১৫:৩৫

শেখ হাসিনা ও ইমরান খান

পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পাঠানোর পরপরই বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

একটি কূটনৈতিক সূত্র জানায় শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে ইমরান খান লিখেছেন, আমরা ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাই এবং পরবর্তী প্রজন্মের জন্য নতুন কিছু করতে চাই। আমরা বিশ্বাস করি দুদেশের জনগণের ভাগ্য এক সুতায় গাঁথা।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয় কারণ দুদেশের ইতিহাস, ধর্মসহ অন্যান্য বিষয়ে মিল রয়েছে বলে লিখেছেন ইমরান।
 



আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top