বঙ্গবন্ধু আজও নিরন্তর প্রেরণার উৎস: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২৩ মার্চ ২০২১ ০৩:৩৫; আপডেট: ২৪ মার্চ ২০২৩ ১৯:৩৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু আজও নিরন্তর প্রেরণার উৎস, তাই মুজিব চিরন্তন। সোমবার (২২ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের আয়োজনে ষষ্ঠ দিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘বাংলার মাটি, নদী, প্রকৃতিকে ভালোবেসেছিলেন শেখ মুজিব। তাই হয়েছিলেন খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলাকে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে দিয়ে স্বাধীন করেছিলেন জাতিকে। ঘাতকেরা তাঁকে কেড়ে নিলেও তাঁর চেতনায়, আজও তাঁর বাংলায় আমাদের পথচলা, তাঁর কন্যার নেতৃত্বে তাঁরই দেখানো সোনার বাংলা বিনির্মাণে।’
তিনি আরও বলেন, ‘নেপাল বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু, নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। ভাষা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং ঐতিহ্যে বাংলাদেশের কাছাকাছি দেশ নেপাল এবং সেখানকার মানুষ। আজকের অনুষ্ঠানে নেপালের মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি আমাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করেছে।’
আপনার মূল্যবান মতামত দিন: