ঢাকা রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

হিন্দি গান গাইলেন এস ডি রুবেল

সংবাদ প্রতিদিন | প্রকাশিত: ১৮ মে ২০২১ ০২:০৫; আপডেট: ১৮ মে ২০২১ ০২:১২

প্রথমবারের মতো হিন্দি গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেল। শুধু তাই নয়, এই হিন্দি গানটি মৌলিক এবং এটির সুরও করেছেন এস ডি রুবেল নিজে। ‘ঈদ মোবারক’ শিরোনামের গানটি ১২ মে নিজের ইউটিউব চ্যানেল ‘এস ডি রুবেল ফাউন্ডেশন’-এ প্রকাশ করেন তিনি।

হিন্দির পাশাপাশি গানটির একটি বাংলা ভার্সনও রয়েছে। সেটিও একই সময়ে প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন নূর এ আলম ছানা। গানটি প্রসঙ্গে এস ডি রুবেল ঢাকা পোস্টকে বলেন, ‘আন্তর্জাতিক মার্কেটের কথা চিন্তা করেই হিন্দিতে গানটি করেছি। আমি মনে করি এর ফলে বাংলাদেশি শিল্পী হিসেবে আন্তর্জাতিক বাজারেও আমার জায়গা তৈরি হতে পারে। ভিনদেশীরাও বাংলাদেশি শিল্পীদের গান, সুর এবং কাজ সম্পর্কে জানতে পারবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মেলোডি গান করতেই বেশি পছন্দ করি। সেই আঙ্গিকেই গানটি করেছি। প্রথম হিন্দি গান হলেও এর জন্য শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’

 

‘ঈদ মোবারক’ গানটির হিন্দি এবং বাংলা ভার্সন ছাড়াও এবারের ঈদে আরও দুটি গান প্রকাশ করেছেন এস ডি রুবেল। এগুলো হলো ‘বুঝবে কে মন’ এবং ‘তোমাকে দেখার স্বপ্ন’।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top