ঢাকা রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

সর্বোচ্চ গোল, এ্যসিষ্ট, ফ্রি-কিকে গোল সবই দখলে আছে মেসির কাছে

মেসিময় কোপা আমেরিকা

এম. এ রনী | প্রকাশিত: ৭ জুলাই ২০২১ ১০:২১; আপডেট: ২৮ মে ২০২৩ ১৫:৫৭

 

কোপা আমেরিকার এই আসরটি হয়তো মেসির জন্য শেষ কোপা আমেরিকার আসর। আর এই আসরটিতে তিনি খেললেন অতিমানবীয় খেলা। কি বাকী ছিল তার দেওয়ার আর্জেন্টিনার পক্ষে। শুধু বাকি ছিল একটি আন্তর্জাতিক ট্রফি, যা ছাড়া সবকিছুইতো অর্জন হয়েছে ইতিমধ্যে।

আসলেই কি মেসি ব্যর্থ? নাকি আন্তর্জাতিক ট্রফির জন্য ব্যর্থ হয়ে গেলে যে মেসিকে এখোনো ছুয়ে দেখতে পারেনি ট্রফি। মেসিময় ফুটবল থাকে সারা বছর জুড়েই। সবকিছুই করেছেন অর্জন তিনি। কোন ট্রফি জয় করেন নি। শুধু মাত্র খুব কাছথেকে বার বার ফিরে এসেছেন আন্তর্জাতিক ট্রফি জয় করা।

 

কোপার এই আসরটি মেসির পারফর্মেন্স ছিল ঈর্শা করার মতো। আসরে ৪ গোল করে, সর্বোচ্চ গোল স্কোরার মেসি। ৫টি গোলে সরাসরি এ্যসিষ্ট করে হয়ে আছেন সর্বোচ্চ এ্যসিষ্টের তালিকায়। দুটি ফ্রি-কিক গোল। সর্বোচ্চ ১৯ গোলের সুযোগ তৈরী করেছেন। করেছেন সর্বোচ্চ সফল ২৪টি ড্রিবলিং, ১৫টি কি পাস। কি নাই তার পারফর্মেন্সে।

 

এখন শুধুই অপেক্ষা। পারবেন কি মেসি এবার আন্তর্জাতিক ট্রফিটি ছুয়ে দেখতে। নাকি এবারও ব্যর্থ হবে ট্রফিটি মেসির হাতের ছোয়া থেকে বঞ্চিত হয়ে। এখন শুধুই অপেক্ষার পালা।

জয় হোক ফুটবল ঈশ্বর, অতিমানবীয় ফুটবলার বা ফুটবল এ্যলিয়েন।

 

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top