রোনালদো যখন রিয়েল মাদ্রিদ ছেড়ে পাড়ি জমান ইতালিয়ান ফুটবল লিগে, তখন অনেক আলোচনা সমালোচনা হয়েছিল রোনালদো খুব একটা গোল পাবে না, কারণ ইতালিয়ান ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে। শুরুর দিকে কিছুটা আবার মিলে যায় আলোচকদের মতের সাথে। প্রথম প্রথম রোনালদো ছিল তার সেরা খেলাটি উপস্থাপন করতে সক্ষম হননি। কিন্তু ধিরে ধিরে নিজেকে মানিয়ে নিয়ে, দেখতে দেখতে ১০০ গোল করে জুভেন্টাসের পক্ষে, এই গোলের ‘সেঞ্চুরি’তে নতুন এক ইতিহাসও রচনা করলেন তুরিনের ক্লাবে।
জুভেন্টাস ইতিহাসের দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে আসার পর তিন মৌসুম এখনও শেষ হয়নি, তার আগেই গোলের সংখ্যা তিন অঙ্কের ঘরে নিয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। বুধবার রাতে সাসুউলোর মাঠ থেকে ৩-১ গোলে জিতে ফিরেছে জুভেন্টাস। এই ম্যাচের বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে জাল খুঁজে নিয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেন তিনি।
একই সঙ্গে জুভেন্টাসের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছেন রোনালদো। ৩৬ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে গতবারের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে নাপোলি।
জুভেন্টাসে তৃতীয় মৌসুম শেষ হওয়ার আগেই রোনালদো ১০০ গোল পূরণ করলেন ১৩১ ম্যাচে এসে। এত কম সময়ে ‘তুরিনের বুড়িদের’ আর কোনও খেলোয়াড় তিন অঙ্কের ঘরে যেতে পারেননি। ওমর সিভোরি ও রবার্তো ব্যাজিও ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন পাঁচ মৌসুমের কম সময়ে।
আরেকটি রেকর্ড যোগ করেছেন রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি আলাদা ক্লাব ও জাতীয় দলের জার্সিতে অন্তত ১০০ গোল করার কীর্তি গড়েছেন তিনি। জুভেন্টাসের আগে যে মাইলফলকটি ছুঁয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের জার্সিতে।
আপনার মূল্যবান মতামত দিন: