ঢাকা রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

পনুকে ঘিরে ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩ ১৫:২৯; আপডেট: ২৮ মে ২০২৩ ১৫:০৮

গ্রেনেড হামলার আসামীর বোন জামাই সফিউদ্দিন মোল্লা পনু ঢাকা মহানগর উত্তর ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চায়। তাই পনুকে ঘিরে আবারো শুরু হয়েছে নানা বিতর্ক। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যিনি ২১ আগস্ট গ্রেনেড হামলার দন্ডিত আসামীর বোন জামাই তিনি (সফিউদ্দিন মোল্লা পনু) কিভাবে আওয়ামী লীগের পদ দাবি করেন।


তিনি পদ পেতে ইতোমধ্যে কেন্দ্র থেকে শুরু করে নগর নেতাদের কাছে দৌড়ঝাপ শুরু করেছেন। চালাচ্ছেন জোর লবিং তদবির। তার পদ চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


নেতাকর্মীরা বলছেন, ২১ আগস্ট যারা বোমা মেরে সভানেত্রী শেখ হাসিনাকে সহ পুরো আওয়ামী লীগের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে, আইভিসহ ২৪টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে তার বোন জামাই কিভাবে আওয়ামী লীগ করে? আবার পদ পদবীও দাবি করে।স্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত সিটি করপোরেশন নির্বাচনে তিনি ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে মনোনয়ন পান। আমরা এই ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে প্রত্যাখান করি। ফলশ্রুতিতে তিনি কাউন্সিলর হতে পারেনি।

কেন্দ্রীয় নেতারা হয়তো জানতেন না যে, তিনি গ্রেনেড হামলার দন্ডিত আসামীর বোন জামাই। তাহলে হয়তো এমনটা হতো না। আমরা চাই তিনি যাতে আর কোনোদিন আওয়ামী লীগ থেকে কোন ধরনের সুযোগ সুবিধা না পায়। যারা প্রকৃত অর্থেই বঙ্গবন্ধুকে ভালবাসে এবং শেখ হাসিনার নৌকাকে ভালবাসে তারাই যেন আওয়ামী লীগের কমিটিতে থাকে এটাই আমাদের প্রত্যাশা।


এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে যাচাই বাছাই করা হবে। এছাড়া কমিটিতে যে কেউ পদ চাইতেই পারে তবে আমরা ত্যাগী, পরীক্ষত, সৎ, যোগ্য, দুর্দিনে যারা দলকে সুসংগঠিত করার জন্য কাজ করেছেন তাদেরই নির্বাচিত করবো। তবে কোনোভাবেই দলের ভাবমূর্তি ক্ষূন্ন হয় এমন কাউকে ঢাকা মহানগর উত্তরের কমিটির কোথায়ও রাখা হবে না বলে মন্তব্য করেন তিনি।




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top