ঢাকা শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ৬ দিনে সাড়ে ৩ হাজার টন পেঁয়াজ আমদানি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪ ১৮:২৪; আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৭

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত ছয় দিনে ৩ হাজার ৫৮৭ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে, যা দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি করছে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানিয়েছেন, গতকাল শুক্রবার পর্যন্ত প্রতিদিন গড়ে ২২ থেকে ২৭ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে, যা দেশের বাজারে পেঁয়াজের দাম কমাতে সহায়তা করছে।

সাখাওয়াত হোসেন শিল্পী আরও জানান, হিলি বন্দরের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম শুক্রবার বিকেলে এক লাফে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। তবে নতুন শুল্ক ২০ শতাংশ দিয়েও আমদানি অব্যাহত রয়েছে, যা বাজারের স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে। তবে পেঁয়াজের দাম পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মনিটরিং বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

শুক্রবার রাতে হিলির খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ মানভেদে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যেখানে দুই সপ্তাহ আগে তা ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হতো। দেশি পেঁয়াজ এখনো কেজি প্রতি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আরুজুল্লাহ সরকার আশাবাদ প্রকাশ করেন যে, আমদানির পরিমাণ বাড়তে থাকায় পেঁয়াজের দাম শিগগিরই ৫০ টাকার নিচে নেমে আসতে পারে।

 




আপনার মূল্যবান মতামত দিন:


এই বিভাগের জনপ্রিয় খবর
Top